সোনামের বিপরীতে ‘খুবসুরত’ সিনেমার
মধ্য দিয়ে বলিউডে পা রাখেন ফাওয়াদ। প্রথম সিনেমাতেই আম-জনতাসহ সমালোচকদের
মন জয় করে নিয়েছেন ফাওয়াদ। খবর কলকাতা২৪’র।
খুবসুরতের পর
থেকেই ভারতীয় দর্শক অপেক্ষায় ছিলেন এই পাকিস্তানি অভিনেতার দ্বিতীয়
সিনেমার জন্য। গুঞ্জন চলছে, করণ জোহারের আপকামিং ছবি ‘অ্যা দিল হ্যায়
মুশকিল’-এ দেখা যাবে। এই সিনেমাতে ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করতে দেখা
ফাওয়াদকে।
ফাওয়াদ বলেন, ‘তিনি জ্যাকপট জিতেছেন। কারণ একদিকে করণ জোহারের মত পরিচালক অন্যদিকে ঐশ্বরিয়ার সঙ্গে রোম্যান্স করার সুযোগ।