World Nres - সেকেন্ডেই কোটিপতি


সেকেন্ডেই কোটিপতি
অস্ট্রেলিয়ার এক নারী এক সেকেন্ডে কোটিপতি হয়ে গেলেন! তবে সেই আনন্দ বেশিক্ষন স্থায়ী হয়নি। তিনি ফেসবুকে ঘটনাটি পোস্ট করতেই উল্টো ঋণের বোঝা ঘাড়ে চেপেছে!                ঘটনাটি খুলে বলা যাক, সু ল্যাম্ব নামের ওই নারী তার ক্রেডিট কার্ড দিয়ে একটি এটিএম বুথ থেকে টাকা তোলেন। কিন্তু টাকা তোলার পরের মুহুর্তেই বুথের স্ক্রিনে রিপোর্ট দেখায় এখনো তার কার্ডে ব্যালান্স আছে ১ কোটি ডলার! তার ক্রেডিট কার্ডের লিমিট ছিল ৫০ হাজার ডলার। আসলেই ১ কোটি ডলার ব্যালান্স আছে কি না তা পরীক্ষার জন্য তিনি এবার তার লিমিটের চেয়ে বেশি টাকা উত্তোলন করেন। তাকে অবাক করে দিয়ে এটিএম বুথ তাকে সেই পরিমাণ টাকাও দিল! এরপর তিনি আনন্দে আত্মহারা হয়ে ফেসবুকে নিজের ‘কোটিপতি’ হবার খবর প্রকাশ করেন। কিন্তু সাথে সাথে তার ক্রেডিট কার্ড কোম্পানি বিষয়টি তদন্ত করে ভুলটা কোথায় তা খুঁজে বের করে ব্যালান্স সমন্বয় করে দেয়। অন্যদিকে, লিমিটের চেয়ে বেশি অংকের টাকা তোলার কারণে তাকে বড় অঙ্কের জরিমানাও করে বসে!
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts