National News - নারায়ণগঞ্জে গাইডসহ স্কুল শিক্ষককে হাতেনাতে ধরলেন ইউএনও



নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের গণবিদ্যা নিকেতন স্কুলে শিক্ষাবোর্ড অনুমোদন ব্যতীত গাইড বই দিয়ে শিক্ষার্থীদের পাঠদানকালে হাতেনাতে শিক্ষককে ধরেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমসহ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা। বুধবার দুপুরে এ অভিযানের সময়ে স্কুলটির প্রধান শিক্ষক ৪দিন স্কুলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছে।ইউএনও গাউছুল আজম জানান, শহরের গণবিদ্যা নিকেতনে হাজিরা খাতায় দেখতে পাই স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল কাইউম গত ৪ দিবস ধরে অনুপস্থিত রয়েছেন। পরে স্কুলটি পরিদর্শনে গেলে দেলোয়ার হোসেন নামের একজন ইংরেজি শিক্ষক গাইড বই দ্বারা শ্রেণীকক্ষে পাঠদান করছে। অথচ শিক্ষাবোর্ডের অনুমোদন ছাড়া কোন ধরনের গাইড কিংবা গ্রামার বই শিক্ষার্থীদের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যাবেনা। এরপর সকল শিক্ষকদের ডেকে বলে দিয়েছি যাতে তারা বোর্ড নির্ধারিত গ্রামার বই শিক্ষার্থীদের সাজেস্ট করেন। আমরা স্কুলটি থেকে চলে আসার সময়ে প্রধান শিক্ষক হন্তদন্ত হয়ে ছুটে আসেন। পরে তাকে শোকজ করা হয়েছে।এর আগে ফতুল্লার সস্তাপুরের কমর আলী হাই স্কুল এন্ড কলেজে পরিদর্শন শেষে প্রধান শিক্ষক ও শিক্ষকদের বলে দিয়েছি যাতে তারা সরকার নির্ধারিত গ্রামার বই ব্যতীত অন্য কোন বই শিক্ষার্থীদের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত না করেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts