সম্পর্কের প্রথম সিঁড়ি পার করে ফেললেন পপস্টার লেডি গাগা। দীর্ঘদিনের বন্ধু
অভিনেতা টেলার কেনির সঙ্গে আংটি বদল করে ফেললেন তিনি।
গাগার কাছে এবারের ভ্যালেন্টাইনস ডে ছিল বিশেষ।
তিনটি শব্দের জাদুমাখা সেই লাইন
এইদিন সব
প্রেমিক-প্রেমিকারাই শুনে থাকেন। কিন্তু গাগার জন্য এ বর অপেক্ষা করছিল অন্যকিছু। এই বসন্তে কেনির তরফ
থেকে বিয়ের প্রস্তাব পেলেন তিনি। আর
এই প্রস্তাব
পাওয়ার পর একটুও দেরি করেননি গাগা। সঙ্গে সঙ্গেই কেনিকে ‘হ্যাঁ’ করে দিয়েছেন পপসম্রাজ্ঞী। তাই এই দিনটিকে
সাক্ষী রেখে একান্ত ব্যক্তিগতভাবে একে অপরের আঙুলে পরিয়ে
দিয়েছে আংটি।
তবে এই খবর অন্য কেউ নন, জানিয়েছেন, স্বয়ং এই গায়িকা। সম্প্রতি গাগা আংটি পরা তার হাতের ছবি পোস্ট করেছেন। ছবির নিচে
লিখেছেন, ‘এই ভ্যালেন্টাইনস ডে তে আমাকে দেয়া কেনির উপহার’।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় 'আই
অ্যান্ড আই' গানের মিউজিক ভিডিও চিত্রায়নের সময় টেইলরের সঙ্গে
পরিচয় হয় লেডি গাগার।