অভিনয়ের পর এবার সঙ্গীতশিল্পী হিসেবেও সাফল্যের খাতায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার নতুন গান, আন্তর্জাতিক সব গান ও অ্যালবামের টপ চার্টে সেরা দশে রয়েছে।
সম্প্রতি হাঙ্গামা ডট কমে প্রকাশিত সেরা ১০০তে সপ্তম স্থানে অবস্থান করছে। আর সেরা তালিকায় ঠাই পাওয়ায় দারুণ খুশি প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘গানটা আমি শখ থেকেই করি। হ্যাঁ, সঙ্গীতের প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নেই। কিন্তু যদি পেশার কথা বলা হয় তবে আমি একজন অভিনেত্রী। আমি যে কাজই করি সবসময়ই চেষ্টা করি নিজের সেরাটা দিতে। এই গানটি করার সময়ও আমি চেষ্টা করেছি সেরাটা দিতে। আর গানটি শ্রোতারা গ্রহণ করেছে। আমি সত্যিই খুব খুশি।’
তবে কি এবার পুরোদস্তুর সঙ্গীতশিল্পী হয়ে যাবেন কি-না জানতে চাওয়া হলে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একজন অভিনেত্রী এবং আমি তাতেই সন্তুষ্ট। গান শখ আর ভালোবাসা থেকেই করছি।’
অভিনয় এবং সঙ্গীতের পর এবার প্রিয়াঙ্কা প্রযোজনার খাতাতেও নাম লিখিয়েছেন। এখন দেখা যাক প্রিয়াঙ্কা তার নতুন মিশনেও সফল হতে পারেন কি-না!