Science & Technology - ভালোবাসা দিবসে হীরার আইফোন



ভালোবাসা দিবসে হীরার আইফোন
 
ভালবাসা দিবসে প্রিয় মানুষটির কাছ থেকে উপহার কে না আশা করে। আর সেই উপহার যদি হয় হীরা তাহলে তো কোন কথাই নেই। সে কথা মাথায় রেখেই আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে হীরক খচিত আইফোন-৬ ছাড়তে যাচ্ছে অ্যাপল। খবর- টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের বাজারে এই ফোনের দাম সাড়ে ৯ লাখ রুপি থেকে শুরু হবে। ফোনে হীরার সংখ্যা অনুযায়ী বাড়বে দাম। ২৪ ক্যারেট হলুদ সোনা, গোলাপি সোনা ও প্লাটিনামের ফ্রেমে হীরা দিয়ে তৈরি ফোন কিনতে পারবেন ভারতের ধনকুবেররা। প্রিয় মানুষকে দেয়ার জন্য ফোনের পেছনে লেজার দিয়ে লিখে দেয়া যাবে প্রেমের বার্তাও।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যেই হীরকখচিত ৫টি ফোনের ফরমায়েশ পেয়েছেন তারা।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts