News of Capital - পথশিশুদের সঙ্গে ভালোবাসার ভাগাভাগি


পথশিশুদের সঙ্গে ভালোবাসার ভাগাভাগি
 
বিশ্ব ভালোবাসা দিবসে তরুণ-তরুণীরা যখন যুগল বেধেঁ পার্ক বা দর্শনীয় স্থান গুলোতে ঘুরে বেড়ায়; ঠিক তখনই তাদের  মনকে আরো রোমন্টিক করতে একদল পথশিশু তাদের কাছে ফুল বিক্রি করে এক মুঠো খাওয়ার জন্য। এ শিশুরা ভালোবাসা দিবস কি তা বুঝে না, তারা শুধু বুঝে এই দিনে ফুল বিক্রি করলে কয়টি টাকা রোজগার হবে, রোজগারের টাকা দিয়ে কিছু ভালো মন্দ খাওয়া যাবে। বছরে কত দিবস আসে যায় তবে তাদের কিছু আসে যায় না। তাদের খবরও কেউ রাখে না। কিন্তু ব্যতিক্রমি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী! যারা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা সীমাবদ্ধ রাখতে পারেনি নিজেদের মধ্যে, ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছে সবার মাঝে। তাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫৩ ব্যাচের আয়োজনে লাভ ফর অল নামে একটি ইভেন্ট করে ভালোবাসা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। তার ধারাবাহিকতায় আজ শনিবার ধানমন্ডির বিভিন্ন স্থানে গিয়ে প্রায় দুই’শ পথশিশুদের দুপরের খাবার সাথে একটি করে লাল গোলাপ বিতরণ করেছে এ সকল শিক্ষার্থীরা। শুধু তাইয়ে নয় প্রায় ত্রিশ জন রিকশাচালকেও দুপরের খাবার এবং সাথে একটি করে লাল গোলাপ দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে। তাছাড়া পড়াশোনা করে এমন প্রায় চল্লিশ জন পথ শিশুর সাথে এক ঘন্টা সময় নিয়ে তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয়। জানতে চাওয়া হয় সুবিধা বঞ্চিত এ সকল শিশুদের সমস্যা বা সম্ভাবনার কথা। বিশ্বভালোবাসা দিবসে শিশুদের নিয়ে এমন পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে এ ইভেন্টের আহব্বায়ক জজিফ হোসেন বলেন, ভালোবাসা দিবসতো মানুষ শুধু নিজেদের মধ্যেই সবসময় সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু ভালোবাসাতো সীমাবদ্ধতার মধ্যে রাখার ব্যাপার নয়। ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে গেলেই তা পূর্ণতা পায়, সেই জন্যই আমরা এই ব্যতিক্রমি উদ্যোগটি নিয়েছি। আর তাছাড়া মানুষকে ভালোবাসতে কখনো দিবস প্রয়োজন হয় না। মানুষ মানুষের জন্য সেটাই ভালোবাসা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts