World News - মনিবের প্রতি অন্যরকম ভালোবাসা


Image result for dogs picture
মনিবের প্রতি পশুদের ভালোবাসার অনেক গল্প শোনা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সুনাউজার জাতের একটি কুকুর তার মনিবের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তা অবাক করেছে বিশ্ববাসীকে। কুকুরটির মনিব ন্যান্সি ফ্রাংক পায়ের অপারেশন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুই সপ্তাহ আগে। বাড়িতে ছিল ওই মহিলার মেয়ে এবং তার পোষা কুকুর। কয়েকদিন ধরে মনিবকে না দেখে কুকুরটির মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। গতকাল শনিবার সে সবার অগোচরে বাড়ির বাইরে বের হয়ে যায়। কুকুরটিকে না দেখে সবাই খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাসপাতাল থেকে খবর আসে কুকুরটি তার মনিবের কাছে গিয়ে হাজির হয়েছে! হাসপাতালের সিসি ক্যামেরায় দেখা যায়, কয়েকবারের চেষ্টায় কুকুরটি নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে লবিতে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর সে ঠিক সেই কেবিনে গিয়ে হাজির হয় যে কেবিনে চিকিত্সাধীন আছেন তার মনিব ন্যান্সি! বাড়ির সবাই এটা ভেবে কিনারা করতে পারছেন না কুকুরটি কিভাবে জানল ন্যান্সি ওই হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এর আগে ন্যান্সি কোনোদিন ওই হাসপাতালে চিকিত্সা নেননি। কুকুরটিকে নিয়ে তিনি কোনোদিন সেখানে যানও নি।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts