Political News - মানুষ হত্যা করে সরকার পরিবর্তন ইম্পসিবল: পরিকল্পনামন্ত্রী


মানুষ হত্যা করে সরকার পরিবর্তন ইম্পসিবল: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘মানুষ হত্যা করে সরকার পরিবর্তন করা যাবে না, এটা ইম্পসিবল (অসম্ভব)। মানুষ মারা গণতন্ত্র নয়, এই গণতন্ত্র মানুষ পছন্দ করে না। সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা পেট্রোল বোমা হামলা চাই না, সহিংসতা চাই না- আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান।
’ শনিবার কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইণ্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনলজি’র উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা মিলে শীঘ্রই কুমিল্লায় বিভাগ হবে। এখন বিভাগ বাস্তবায়নের আনুষাঙ্গিক কাজ চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহিদুর রহমান পিএসসি ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এ্ল টেকনলজির ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইলিয়াস ইফতেখার রসুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক প্রমুখ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts