Entertainment News - মসজিদে সেলেনা গোমেজের পা প্রদর্শন নিয়ে বিতর্ক

মসজিদে সেলেনা গোমেজের পা প্রদর্শন নিয়ে বিতর্ক

 
 
 
 
 
 
মসজিদের ভেতর পপ তারকা সেলেনা গোমেজের তোলা একটি ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। ইন্সটাগ্রামে প্রকাশ করা ছবিটিতে সেলেনাকে হাঁটু পর্যন্ত কাপড় তুলে অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। এছাড়াও অন্যান্য ছবিতে তাকে এমন আচরণ করতে দেখা গেছে যাকে 'অগ্রহণযোগ্য' বলেও সমালোচনা হয়েছে।
পবিত্র স্থানে এমন কাণ্ড ঘটানোর পর সমালোচনার মুখে ছবিগুলোকে ইন্সটাগ্রাম একাউন্ট থেকে সরিয়ে ফেলেছেন মার্কিন এই পপ তারকা।
বিতর্কিত ঐ ছবিগুলো তোলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত গ্র্যান্ড মসজিদে।
সম্প্রতি মসজিদটি দেখতে সদলবলে সেখানে যান সেলেনা গোমেজ। মসজিদটি আবুধাবিতে আসা পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় স্থান। কিছু নিয়ম কানুন মেনে সবাই মসজিদটির ভেতরে ঢুকতে পারে।
মেয়েদের ক্ষেত্রে নিয়মটি হল, যে ধর্মেরই হোক না কেন পায়ের গোড়ালি পর্যন্ত কাপড়ে ঢেকে তারপর ঢুকতে হয় হয়।
সেলেনা গোমেজকে তার নিজের ছবিতে এই নিয়মটিকেই লঙ্ঘন করতে দেখা গেছে।
পবিত্রতা নষ্ট করায় মসজিদটিতে ভবিষ্যতে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে মসজিদটির নিরাপত্তা বিভাগ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts