World news - ভেড়ার ধাত্রী পুলিশ!


ভেড়ার ধাত্রী পুলিশ!
 
কৃষক ক্রিস উইলিয়ামসের একটি ভেড়া বাচ্চা প্রসব করতে পারছিল না। উপায় না দেখে উইলিয়ামস পুলিশকে খবর দেন। শেষ পর্যন্ত দুই পুলিশের সহায়তায় বাচ্চা প্রসব করে ভেড়াটি। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ফ্লিন্টশায়ারের।
 
 
শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিন্টশায়ারের মোসটাইনে উইলিয়ামসের খামার অবস্থিত। উইলিয়ামসের ডাকে সাড়া দিয়ে পল ডেভিস ও ডেভ অ্যালেন নামের দুই পুলিশ কর্মকর্তা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় বাচ্চা প্রসব করে ভেড়াটি। কৃতজ্ঞতাস্বরূপ এক পুলিশ কর্মকর্তার নামানুসারে ভেড়া শাবকটির নাম রাখা হয় ‘পল’।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts