Entertainment News - কুপ্রস্তাবে প্রযোজকের গালে জুতা!



কুপ্রস্তাবে প্রযোজকের গালে জুতা!
 
চলচ্চিত্র প্রযোজক আব্দুল আওয়ালের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, অনৈতিক প্রস্তাব ও হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নবাগতা নায়িকা রোমানা ইসলাম নীড়। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, তার চেহারা অন্য একটি অশালীন ছবিতে জুড়ে দিয়ে পোস্টার তৈরি করেছেন প্রযোজক আব্দুল আওয়াল। এই অশ্লীল পোস্টার ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে তাকে।
তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এই অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করবেন তিনি। আব্দুল আওয়াল প্রযোজিত ও আনোয়ার সিরাজী পরিচালিত 'উতলা মন' চলচ্চিত্রে নিজেকে প্রধান নায়িকা দাবি করে নীড় বলেছেন, 'আমার সঙ্গে চুক্তি হয়েছে আমিই থাকছি প্রধান নায়িকা। কিন্তু সিনেমার সেটে গিয়ে দেখতে পাই মনিকা নামের আরেক নায়িকাকেই প্রাধান্য দিচ্ছেন প্রযোজক। পরিচালক আপত্তি জানালে, প্রযোজক বলছেন মনিকাকে প্রাধান্য না দেওয়া হলে তিনি সিনেমা বন্ধ করে দেবেন।' এছাড়াও সিনেমার শুটিং চলাকালে প্রযোজক একাধিকবার তার প্রতি অশালীন ইঙ্গিত এবং এফডিসিতে শুটিং চলাকালে সরাসরি কুপ্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমন এক পর্যায়ে প্রযোজকের গালে জুতা মারার কথাও জানিয়েছেন তিনি।
এর পর থেকেই প্রযোজক আব্দুল আওয়াল তাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এই নায়িকা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts