National news - হারল ভারত, দোষ চাপল অনুষ্কার ঘাড়ে!

হারল ভারত, দোষ চাপল অনুষ্কার ঘাড়ে!
হারল ভারত। আর তার জন্য গালাগালির বন্যায় হারিয়ে যাবার যোগাড় বলিউড তারকা ও ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মা! ফেসবুক, টুইটারসহ সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাতা ভরে উঠেছে অনুষ্কার প্রতি হাজারো অভিযোগে। তার ‘অপরাধ’ গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল খেলা দেখতে তিনি সিডনি স্টেডিয়ামে গিয়েছিলেন। একারণে বিরাটের মন ছিল গ্যালারির দিকে। খেলা সম্প্রচার করছিলেন যে টিভি ক্যামেরাম্যানরা, তাদেরও মনোযোগের মধ্যমণি ছিলেন অনুষ্কা। বিরাট যখন ব্যাট করতে নামেন তখন টিভি পর্দায় বার বার দেখানো হচ্ছিল অনুষ্কাকে।
এর সঙ্গে ভারতের হারার সম্পর্ক খুঁজে পাচ্ছে না ‘কান্ডজ্ঞান সম্পন্ন’ ভারতীয়রা। কিন্তু ক্রিকেটের গোঁড়া সমর্থকরা তা মানতে রাজি নন। তাদের দাবি, বিরাট কোহলি যদি বিপর্যয়ের মুখে ঘুরে দাঁড়াতেন তবে ভারত হারতো না। অনায়াসে রানের পাহাড় টপকে যেত। কিন্তু গ্যালারির বড় স্ক্রিনে যদি কিছুক্ষন পর পর গার্লফ্রেন্ডের ছবি ভেসে উঠতে থাকে তাহলে তো মন সেদিকে যাবেই। সরাসরি অনুষ্কাকে ক্ষোভের কথা জানানো সম্ভব নয়। তাই ভারতের খ্যাপাটে ক্রিকেটপ্রেমীরা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমকে। কঠোর থেকে কঠোরতম ভাষায় তারা ভর্ত্সনা করছেন অনুষ্কাকে।
তবে অনেকে বলছেন, একা বিরাটের পক্ষে ভারতকে জেতানো সম্ভব ছিল না। আর অনুষ্কা মাঠে গেছেন একজন ভারতীয় সমর্থক হিসেবে। অনুষ্কার সিনেমা ফ্লপ করলে আপনারা কি বিরাট কোহলিকে দোষারোপ করবেন? বিশ্লেষকরা বলছেন, ভারতে এই প্রবণতা নতুন নয়। অতীতেও ক্রিকেটাররা খারাপ খেললে গ্যালারিতে উপস্থিত তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের আক্রমনের নিশানা হতে হয়েছে। ইডেনে নবাব পাতৌদি দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে পঁচা ডিমও খেতে হয়েছিল গার্লফ্রেন্ড শর্মিলা ঠাকুরকে!
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts