Entertainment news - আক্ষেপ ঘুচলো এমার

আক্ষেপ ঘুচলো এমার
অভিনয় জগতে অনেকদিন হয়ে গেলেও এখনও কোনো ছবিতে প্রধান চরিত্রে দেখা যায়নি হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনকে। আর এটা খুবই পোড়াতো এই ‘হ্যারি পটার’ তারকাকে। অবশেষে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচতে যাচ্ছে এমার। নতুন ছবি ‘বিউটি এন্ড বিস্ট’-এ প্রধান চরিত্রেই দেখা যাবে এই তারকাকে। অনেকদিন ধরে অভিনয়কে পেশা হিসেবে নিলেও এতদিন সহযোগী চরিত্রে অভিনয় করেই সন্তুষ্ট থাকতে হয়েছে এমাকে। বিভিন্ন সময় এ নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। ‘বিউটি এন্ড বিস্ট’ ছবিটি যেন এমার এতদিনের আক্ষেপ মেটাতেই নির্মিত হচ্ছে! এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের উচ্ছ্বাস লুকাতে চেষ্টা করেননি এই হলিউড অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সত্যিই দারুণ উচ্ছ্বসিত। প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে এমন একটি চরিত্রে অভিনয় করাতে যে ছবির কাহিনি তাকে ঘিরেই আবর্তিত হবে। কিন্তু এই সুযোগ এতদিন আমি পাইনি।’ ২৪ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘গত পাঁচ-ছয় বছর ধরেই আমি বিষয়টি অনুধাবন করতে পারছিলাম।  কিন্তু ইচ্ছা থাকলেও সুযোগ মিলছিল না। অবশেষে ভাগ্য আমার দিকে হাসলো!’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts