Entertainment news - ১২ লাখ ঘি পুড়িয়ে নাচলেন সানি!

১২ লাখ ঘি পুড়িয়ে নাচলেন সানি!
ভালোই আছেন সানি লিওন। বলিউডের প্রথম সারির নায়িকার তকমা গায়ে এঁটে নিয়েছেন ইতোমধ্যেই। আর আঁঁটবেন নাই বা কেন? চলতি বছরই মুক্তি পাবে তার চারটি চারটে ছবি। ‘এক পহেলি লীলা’, ‘মাস্তিজাদে’, ‘টিনা অ্যান্ড লোলো’ এবং ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিতে দেখা যাবে সানি লিওনকে। হয়তো সেই জন্যই প্রযোজক পরিচালকের কাছে সানির আবদারের মাত্রাটা এই বেশিই বেড়ে গিয়েছে।
সম্প্রতি ‘লীলা’ ছবির প্রযোজক এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে ঐ ছবিরই গান ‘দেশি লুক’-এ পারফর্ম করার কথা সানির। তার জন্য যথাযথ পোশাকের ব্যবস্থাও ছিল। কিন্তু সানি তাদের মুখের ওপর বলে দিলেন, তিনি ঐ আউটফিট পরবেন না। তাদের জানিয়ে দেন, পছন্দমতো ব্র্যান্ডের বিকিনি ছাড়া পারফর্ম করবেন না তিনি।
সানির আবদার ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ ব্র্যান্ডের বিকিনি এনে দিতে হবে তাকে। শুনে আয়োজক কর্তৃপক্ষর মাথায় হাত। কারণ দামি এই ব্র্যান্ডের বিকিনির দাম ১০ থেকে ১২ লাখ রূপি। কিন্তু সাত মণ ঘি না পুড়লে যে রাধা নাচবে না, তাই নিরুপায় হয়ে সাব্ িমিলে সানির দাবি মেনে নিয়ে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ ব্র্যান্ডের বিকিনি এনে দিলেন।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts