থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা সাংবাদিকদের ‘প্রাণদণ্ড’
দেয়ার হুমকি দিয়েছেন। থাইল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতি দেশটির সামরিক শাসক
এভাবেই তার সাম্প্রতিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। খবর আল জাজির ‘র।
যারা সরকারি নীতি মেনে চলে না সরকার তাদের সঙ্গে কী রকম আচরণ করবে
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গত বুধবার ওচা বলেন, ‘আমরা সম্ভবত তাদের
প্রায় প্রাণদণ্ড দিব।’ জাতীয় পুনর্মিলনকে সহায়তা করে এমনভাবে লেখার আহ্বান
জানিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘তোমাদের সরকারকে সমর্থন করতে হবে না,
কিন্তু তোমাদের সত্য লেখা উচিত।’ এর আগে গতমাসে তিনি বলেছিলেন,
সংবাদমাধ্যমগুলো বন্ধের ক্ষমতা তার আছে।
ওচার সাম্প্রতিক এই
মন্তব্য নিয়ে সিপিজের (কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট) এশিয়া কর্মসূচির
সমন্বয়কারী বব ডিয়েটেজর এক বিবৃতিতে বলা হয়েছে, থাই নেতা ‘এখানে শুধু কঠোর
হওয়ার চেয়েও বেশি কিছু, এটা একটি হুমকি’। আল জাজিরাকে ডিয়েট্জ আরো বলেন,
‘তিনি কুখ্যাতরূপে উগ্রস্বভাবের এবং এই ধরনের ক্ষোভ-প্রকাশপ্রবণ।’