World news - নিউইয়র্কে ভবন ধসে আহত ১৯

নিউইয়র্কে ভবন ধসে আহত ১৯
নিউইয়র্কে বিস্ফোরণের পর দুইটি ভবন ধসে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। খবর: বিবিসির।
বিস্ফোরণের পর লেগে যাওয়া আগুন চারটি ভবনে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করতে দুই শতাধিক দমকলকর্মী নিয়োজিত হন।
মেয়র বিল দে ব্লাসিও বলেন, কেউ নিখোঁজ হয়নি। কিন্তু পরিস্থিতি খুবই শোচনীয় ছিল।
কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা ভবনের গ্যাস ব্যবস্থা থেকে বিস্ফোরণের সূত্রপাত।
 
 
যে ভবনটিতে বিস্ফোরণ ঘটে সেখানে সুশি নামে একটি রেস্টুরেন্ট ছিল। আর বিস্ফোরণের পরই আগুন দ্রুত পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ও ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছে ইস্ট সেভেনথ স্ট্রিটের সেকেন্ড অ্যাভিনিউয়ে ভবনগুলোর অবস্থান।
কর্মকর্তারা এলাকার বাতাসের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তারা স্থানীয় অধিবাসীদের তাদের বাড়িঘরের জানালা বন্ধ রাখার জন্যে বলেছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts