World news - সর্বকালের শ্রেষ্ঠ বোকা

সর্বকালের শ্রেষ্ঠ বোকা
সোস্যাল মিডিয়াতে তাকে এই নামেই ডাকা হচ্ছে। কেউ বলছেন, তাকে পাগল বা মানসিক বিকারগ্রস্তও বলা যায়। না হলে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা চলাকালীন দলের জয় কামনায় কেউ নিজের জিহ্বা কেটে ‘ক্রিকেট দেবতার’ উদ্দেশে উত্সর্গ করে! অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে। পুলিশ জানিয়েছে,  ভেলোর জেলার পোন্নেরিতে থাকেন ক্রিকেট পাগল সুধাকর। গতকাল বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর যখন স্কোরবোর্ডে ৩২৮ রান জ্বলজ্বল করছে, সে সময় দলের জয়ের জন্য নিজের জিহ্বা ছুরি দিয়ে কেটে ভারতীয় দলের উদ্দেশে উত্সর্গ করেন। তারপর যন্ত্রনা সহ্য করতে না পেরে কান্নাকাটি জুড়ে দেন। সেই আওয়াজ শুনে বাড়ির লোক এবং প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তারক্তি কাণ্ড। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে বলছেন, তাকে সর্বকালের শ্রেষ্ট বোকা ডেকে লোকজন্য মোটেও অন্যায় করেনি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts