পেরুর
একটি নদী থেকে বৃহস্পতিবার একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে
পেরুর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে পেরুর তিনটি ক্ষুদ্র
সম্প্রদায় বসবাসকারী এলাকায় এই ভূমিধস ঘটে। খবর: এএফপির।
চোসিকা,
সান্তা এউলালিয়া ও কোকাচাকরা এলাকার ওপর সোমবারের প্রবল বর্ষণের পর
সেখানকার রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং বাড়িঘর পানির তোড়ে ভেসে গেছে।
রাজধানী লিমা থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে এলাকাগুলো অবস্থিত।
পাবলিক
প্রসিকিউটর অ্যানা মারিয়া কিউবা আরপিটি রেডিওকে বলেন, ‘রিম্যাক নদীতে
বৃহস্পতিবার এই ঘটনায় মারা যাওয়া সর্বশেষ শিশুটির মৃতদেহ পাওয়া গেছে। তার
বয়স ১১ বছরের কম। সে কোকাচাকরার মেয়রের মেয়ে।’
সোমবার
এই ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এক মা ও মেয়েসহ অপর চার জন
চোসিকার পাথর ও কাদার নিচে চাপা পড়ে মারা যায়। তাদেরকে পরে পাওয়া গেছে।
সরকার জানায়, এই অঞ্চল তিনটি থেকে পেরুভিয়ান রাজধানীমুখী প্রধান সড়কে এই ঘটনা ঘটে। তবে শুক্রবার রুটটি পুনরায় খুলে দেয়া হবে।