ব্রাজিলে ঘটে যাওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে
একটি বাস হঠাত্ করে রাস্তার বড় গর্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেছে! এরপর একটু
পরেই সেটি মাটির নিচে হারিয়ে গেল। সবাই সেদিকে দৌঁড়ে গিয়ে দেখার চেষ্টা
করল কি হয়েছে। হঠাত্ করে দেখা গেল বাসটি ওই রাস্তার পাশের নদীতে ভাসছে।
যাত্রীরা দরজা জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচালো।
আসল ঘটনা হলো, রাস্তা ধসে বিরাট এক গর্ত তৈরী হয়েছিল। গর্তটি সরাসরি নদীতে গিয়ে মেশে। বাসটি গর্তের পানির সঙ্গে ভেসে নদীতে গিয়ে পড়ে। কিন্তু সেটি ডুবে যাবার আগেই যাত্রীরা বের হতে সক্ষম।
আসল ঘটনা হলো, রাস্তা ধসে বিরাট এক গর্ত তৈরী হয়েছিল। গর্তটি সরাসরি নদীতে গিয়ে মেশে। বাসটি গর্তের পানির সঙ্গে ভেসে নদীতে গিয়ে পড়ে। কিন্তু সেটি ডুবে যাবার আগেই যাত্রীরা বের হতে সক্ষম।