National news - জলে ঢালছেন সোনা-রূপা!

জলে ঢালছেন সোনা-রূপা!
ইস! রোজ সকালে পানিতে ঢালেন সোনা-রুপো-প্ল্যাটিনাম! তবে নিজেদের অজ্ঞাতে কাজটি করছেন। ফ্ল্যাশ করে সব ধুয়ে পাঠিয়ে দেন স্যুয়ারেজ লাইনে। হয়তো কিছুটা অনুমান করতে পারছেন। বিজ্ঞানিরা দাবি করছেন, মানববর্জ্যে থাকে সোনা, রুপো, প্ল্যাটিনাম। নিজেদের গবেষণাগারে এই পরীক্ষা করেছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, মানুষের মলে থাকে প্রচুর স্বর্ণ। মল থেকে মূল্যবান ধাতুগুলিকেই আলাদা করার গবেষণা  চালিয়ে যাচ্ছেন তারা। খুব শিগগিরই সাফল্য পাওয়া যাবে বলেও আশাবাদী বিজ্ঞানীরা। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আমরা রোজকার জীবনে যা কিছু ব্যবহার করি, সব কিছুর মধ্যেই ধাতু থাকে। খাবারেও প্রচুর পরিমাণে ধাতু থাকে। তাই মানুষের শরীরে ওই সব ধাতু ঢুকে যায় এবং প্রাকৃতিক কর্ম সারার সময় শরীর থেকে বেরিয়ে যায়। মার্কিন বিজ্ঞানী ক্যাথলিন স্মিথের দাবি, মানুষের মল থেকে প্রচুর পরিমাণ সোনা, রুপো পাওয়া যাবে। ইতিমধ্যে তারা প্রাথমিক সফলতা পেয়েছেন। তার কথা যদি সত্যি হয়, তাহলে পরবর্তীকালে মানববর্জ্যই হতে পারে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সোনার খনি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts