সৌদি
আরবে পাড়ি জমিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি।
বৃহস্পতিবার আদেনের শরণার্থী শিবির থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলী বন্দর শহরে হাদির সেনাবাহিনীর সঙ্গে
হাউথি বিদ্রোহীদের সংঘর্ষ চলাকালেই তিনি সৌদি আরবে চলে যান।
এর
আগে ইরানি পৃষ্ঠপোষকতাপুষ্ট শিয়া হুথি বিদ্রোহীরা সম্প্রতি ইয়েমেনের
রাজধানী সানাসহ বেশ কিছু অঞ্চল দখল করে হাদিকে সানা থেকে পালিয়ে এডেনে চলে
যেতে বাধ্য করেন।
বৃহস্পতিবার
দিনভর শিয়া হুথি বিদ্রাহীদের বিরুদ্ধে সৌদি আরব ও আরব জোট হামলা চালিয়েছে।
হুথি বিদ্রোহীরা ইয়েমেনের বেশিরভাগ অংশই দখল করে আছে এবং তারা প্রেসিডেন্ট
হাদিকে উত্খাত করতে চায়।
গতকাল দিনভর হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।