Entertainment news - নিজেকে ক্যাঙ্গারু ভাবতেন ব্যারিমোর!

নিজেকে ক্যাঙ্গারু ভাবতেন ব্যারিমোর!
মাতৃত্ব যেকোনো নারীর জীবনেই এক পরম পাওয়া। বলা হয়ে থাকে সন্তান পৃথিবীতে মাতৃগর্ভেই সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে। কিন্তু সন্তান যখন গর্ভে থাকে তখন মায়ের কেমন অনুভূত হয়! হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোরের মতে গর্ভাবস্থায় তার নিজেকে ক্যাঙ্গারু মনে হতো!
ক্যাঙ্গারু মায়েরা তার শাবকদের পেটের মধ্যে এক থলেতে নিয়ে ঘুরে বেড়ায় যেন সবসময় সন্তানকে তারা কাছে রাখতে পারে। যেকোনো বিপদ-আপদ থেকে যেন তারা সন্তানকে রক্ষা করতে পারে। ব্যারিমোর দুই সন্তানের জননী। সম্প্রতি তিনি জানিয়েছেন যে মাতৃকালীন সময়ে তার নিজেকে একটা ক্যাঙ্গারু মনে হতো।
এ প্রসঙ্গে ব্যারিমোর বলেন, ‘আমার দুই সন্তান। দুই সন্তান যখন গর্ভে ছিল তখন একধরণের অদ্ভূত অনুভূতির সাথে আমার পরিচয় হয়। হ্যাঁ, এটা অবশ্যই একটা স্বর্গীয় একটা অনুভূতি। কিন্তু সত্যি বলতে কি সে সময় আমার একজন ক্যাঙ্গারু মনে হতো।’ মাতৃত্বকালীন সময়ে মায়েদের কি করা উচিত তা নিয়েও কথা বলেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই সময়টা অনেক ইতিবাচক থাকতে হয়। লক্ষ্য রাখতে হয় সন্তানের কোনো সমস্যা যেন না হয়।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts