Entertainment news - অভিনেতা প্রসেনজিৎ- চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষকে সংবর্ধনা


অভিনেতা প্রসেনজিৎ- চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষকে সংবর্ধনা
ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষকে সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ আয়োজিত স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে সংবর্ধনা দেয়া হয়েছে। গৌতম ঘোষের নির্দেশনায় ‘শঙ্খচিল’ নামের একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে গত ২৩ মার্চ থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতি পাড়ে শুটিং-এ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ। তিনি আগামি ৩১ মার্চ পর্যন্ত সাতক্ষীরাতে অবস্থান করবেন।
২৬ মার্চ রাত সাড়ে নয়টায় অভিনেতা প্রসেনজিৎ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে হাজার হাজার মানুষ তাকে করতালি দিয়ে বরণ করে নেন। এ সময় সেখানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির তার হাতে ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা শেষে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ বলেন, কাজের ক্ষেত্রে সাতক্ষীরাবাসীর সহযোগিতা পেয়ে আমি খুবই মুগ্ধ। তিনি দর্শকদের অনুরোধে মঞ্চে দাঁড়িয়ে একটি গান পরিবেশন করে তাদের মন মাতিয়ে তোলেন।
বিখ্যাত চলচিত্র নির্মাতা গৌতম ঘোষ বলেন, দুই বাংলাকে নিয়ে সীমান্ত নদী ইছামতির পাড়ে একটি সিনেমা করার ইচ্ছে ছিল তার বহু দিনের। আজ সেই ইচ্ছে পুরণ হতে চলেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’র শ্যুটিং করতে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি বর্তমানে সাতক্ষীরাতে অবস্থান করেছেন। শঙ্খচিল চলচ্চিত্রটি দুই বাংলার সীমান্ত নদী ইছামতির দুপারে শুটিং করা হচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts