World news - টেস্ট টিউব বেবি: অভিনব প্রদর্শনী কোলকাতায়



টেস্ট টিউব বেবি: অভিনব প্রদর্শনী কোলকাতায়


কোলকাতার চিকিতসক বানী মিত্রের হাত ধরেই তিন হাজার শিশু মুখ দেখেছে পৃথিবীর। আর এসব শিশু জন্ম হয়েছে টেস্ট টিউবে। এ জন্য এ প্রক্রিয়াকে বলা হয় টেস্ট টিউব বেবি। ওদের নিয়েই ছিল অভিনব প্রদর্শনীর আয়োজন। খবর জিবাংলার।
সন্তান ধারনে সমস্যা। কিংবা অন্য কোনও শারীরিক প্রতিবন্ধকতা। মনের মধ্যে তৈরি হচ্ছে একরাশ হতাশা। সন্তানকে সামনে রেখেই সুখী গৃহকোনের স্বপ্ন দেখেন সব বাবা-মা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বাবা-মায়েদের সেই অধরা স্বপ্নকে সত্যি করেছে। টেস্ট টিউব বেবি এখন আর নতুন কোনো চমক নয়। সেই টেস্ট টিউব বেবিদের নিয়েই অভিনব প্রদর্শনীর আয়োজন করেছিলেন  ওপার বাংলা কোলকাতার চিকিৎসক বানী মিত্র।
বেহালা ডালমিয়া হাউসে  সারাটা দিন টেস্ট টিউব বেবিরা আনন্দে মেতেছিল। গত ছয় বছর ধরেই এই প্রদর্শনী চলছে। প্রতি বছর এ প্রদর্শনীতেই মিলিত হন টেস্টটিউব বেবিদের বাবা-মায়েরাও।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts