অন্তরঙ্গ দৃশ্যে
প্রায়ই দেখা যায় মল্লিকা শেরাওতকে। এবার সেই মল্লিকাই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে
অস্বস্তির কথা বললেন।
রবিবার মল্লিকার
সর্বশেষ সিনেমা 'ডার্টি পলিটিক্স' এর ট্রেলার উন্মুক্ত করা হয়। আয়োজিত অনুষ্ঠানে শিল্পী
কলাকুশলীদের সাথে উপস্থিত ছিলেন মল্লিকা
নিজেও। অনুভূতির
কথা জানাতে গিয়ে তিনি বলেন, '৬৮ বছর বয়সী একজন প্রবীণ অভিনেতার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার
কাজটি ছিল অস্বস্তিকর, তবে আমাকে স্বাভাবিক করেছেন ওম পুরি।'
কেসি বোকাডিয়া
পরিচালিত ছবিটি তৈরি হয়েছে ভানওয়ারি দেবীর চাঞ্চল্যকর ঘটনা
অবলম্বনে। এতে ওম পুরি অভিনয় করেছেন
রাজনীতিবিদ
চরিত্রে। আর মল্লিকাকে দেখা যাবে উচ্চাভিলাষী ও লোভী নারী আনোখি দেবীর ভূমিকায়। সাফল্যের সিঁড়িতে উঠতে
নিজের যৌন আবেদন ব্যবহার করে সে।
দরিদ্র পরিবারে
বেড়ে ওঠা মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েন এক রাজনীতিক। এ সুযোগের সদ্ব্যবহার করে আনোখি।
‘ডার্টি পলিটিক্স’-এ আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, জ্যাকি শ্রফ ও রাজপাল যাদব। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি