নতুন প্রেমের খবর
নিজেই জানালেন কঙ্গনা রৌনাত। প্রেমে পড়ে তিনি সুখেই আছেন জানালেও প্রেমিক পুরুষটির নাম গোপন রেখেছেন। ধারণা করা হচ্ছে তার নতুন প্রেমিক আর কেউ নয় বলিউড হার্টথ্রব হৃতিক
রওশন।
প্রেমে পড়ার অনুভূতির কথা জিজ্ঞাসা করা হলে তিনি
জানান, নতুন সম্পর্কটা তার জীবনে বিশেষ কিছু। নতুন সঙ্গী পেয়ে যারপরনাই
উচ্ছ্বসিত তিনি। তিনি আরও বলেন, ‘একা থাকার স্বাধীনতা উন্মাদের মতোই। আর সম্পর্ক আঘাত বয়ে আনতে পারে। তবে সুসম্পর্ক মনোবল সুদৃঢ় করতে পারে।
যার সাথে প্রেমে
মজেছেন তার ইচ্ছাতেই তার নাম গোপন করেছেন বলে
জানিয়েছেন কঙ্গনা। কারণ তিনি চান না
তাদেরকে নিয়ে
গণমাধ্যমে আলোচনা হোক। তবে সন্দেহের তীর যাচ্ছে হৃতিকের দিকেই। কৃষ-৩ সিনেমায় একসাথে কাজ করার সময় তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। সম্প্রতি তাদেরকে একসাথে পার্টি করতেও
দেখা গেছে।