World news - ৫০ বছর আগের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান!




চিলির কয়েকজন পর্বতারোহী দাবি করেছেন যে, তারা ৫০ বছর আগে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। নিখোঁজ বিমানে ফুটবলারদের একটি দল ছিল। সোমবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
১৯৬১ সালের ৩ এপ্রিল ল্যান চিলি ডগলেস ডিসি-৩ বিমানটি নিখোঁজ হয়। রবিবার চিলির টেলিভিশনে পর্বতারোহীরা ঐ বিমানটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন।
আরোহীরা বলছেন, সান্টিয়াগো থেক ৩০০ কিলোমিটার থেকে দূরে মাউলেতে তারা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।
নিখোঁজ হওয়া ঐ বিমানটি ৩৪ জন আরোহী ছিলেন। ঐ ঘটনায় সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছিল। নিখোঁজদের মধ্যে গ্রিন ক্রস ফুটবল দলের আট সদস্য ছিলেন।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts