দুই সপ্তাহের জন্য
প্যারোলে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বুধবার বাসায় এসে সাংবাদিকদের জানিয়েছেন,
জেলে থেকে অনেক
ওজন কমিয়েছেন তিনি। এক কেজি বা দুই কেজি নয় একেবারে ১৮
কেজি ওজন কমিয়েছেন সঞ্জয়। দেখতে
অনেকটা রোগাই
হয়েছেন তিনি।
সাংবাদিকদের সঞ্জয়
বলেছেন, ‘আমি ১৮ কেজি ওজন কমিয়েছি। আরো কমালে
আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।’
কয়েকবার প্যারোলে
ছুটি কাটানোর বিষয়টা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ সম্পর্কে সঞ্জয় বলেছেন, ‘আমি আলাদা কোনো সুবিধা গ্রহণ করিনি। পাঁচ
মাস আগে প্যারোলের জন্য আবেদন করেছি। এরপর এটি অনুমোদিত
হয়েছে। সমর্থন দেয়ার জন্য সবাইকে
ধন্যবাদ।’
অবৈধ অস্ত্র
মামলায় ও ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের ঘটনায় পাঁচ বছরের জেল খাটছেন সঞ্জয়