Lifestyle news - টুকিটাকি

বারনার্ড আরনোল্ট
বারনার্ড আরনোল্ট
ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকা অনুসারে পৃথিবীর ১৩তম ধনী ব্যক্তি বারনার্ড আরনোল্ট। বারনার্ডের বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৭৭০ কোটি ডলার। তিনি ফরাসি ব্যবসায়ী ও শিল্পসংগ্রাহক হিসেবে পরিচিত। ১৯৮৯ সাল থেকে ফ্রান্সের বহুজাতিক প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী ও চেয়ারম্যান। বারনার্ড ফ্রান্সের ইকোল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গ্র্যাজুয়েট। পড়াশোনা শেষে বাবার প্রতিষ্ঠানে কাজ শুরু করেন তিনি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন এলভিএমএইচ। এর মাধ্যমেই তিনি পৌঁছে যান শীর্ষ ধনীদের তালিকায়।
ফোর্বস ম্যাগাজিন অবলম্বনে।

কমিউনিকেশন ম্যানেজারের বেতনকমিউনিকেশন ম্যানেজার হিসেবে বর্তমান সময়ের তরুণেরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। যুক্তরাষ্ট্রে অভিজ্ঞতাভেদে কমিউনিকেশন ম্যানেজারদের বেতন ৩৭ হাজার ৬৬৫ ডলার থেকে ৯২ হাজার ৭৪৩ ডলার হয়ে থাকে, যুক্তরাজ্যে ২২ হাজার ৯৪৩ পাউন্ড থেকে ৫৫ হাজার ৮৪১ পাউন্ড। আর ভারতে একজন কমিউনিকেশন ম্যানেজার বার্ষিক ৭ লাখ ৫৭ হাজার ৫৮৯ রুপি আয় করেন। এর বাইরে বোনাস ও মেডিকেল ভাতাও যোগ হয়।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts