ভারতের
চেয়ে বেশি পরমাণু
অস্ত্র মজুদ করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দেশটির হাতে রয়েছে ১২০টি পারমাণবিক অস্ত্র। অার ভারতের রয়েছে এর চেয়ে ১০টি কম অর্থাৎ ১১০টি।
খবর ইন্ডিয়া টুডে'র
২০১৪ সালের নিরিখে তৈরি এক রিপোর্টে এ তথ্য তুলে ধরেছে বিশ্বের পারমাণবিক অস্ত্রসম্ভার
সংক্রান্ত ইন্টারেক্টিভ ইনফোগ্রাফিক্স;
বুলেটিন অব
অ্যাটোমিক সায়েন্টিস্টস এই ইনফোগ্রাফিক্সের তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আশির দশকের শেষ দিকে বিশ্বে ৬৫ হাজারের বেশি এই মারণাস্ত্র ছিল। কিন্তু বর্তমানে তা অনেকটাই কমে দাঁড়িয়েছে ১০ হাজারের কাছে। তবে অস্ত্রের সংখ্যা কমলেও
অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়ে গেছে।
ইনফোগ্রাফিক্স
অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া—
দু'দেশের কাছেই প্রায় ৫ হাজারের
মতো পরমাণু অস্ত্র
রয়েছে। ফ্রান্সের কাছে রয়েছে ৩০০, চীনের কাছে ২৫০, ব্রিটেনের হাতে ২২৫ ও ইসরায়েলের হাতে ৮০টির মতো পরমাণু অস্ত্র মজুদ রয়েছে।
১৯৪৫
সালে
যুক্তরাষ্ট্রের শিকাগোর পরমাণু বিজ্ঞানীদের (যারা 'ম্যানহাটন প্রজেক্ট' নামে বিশ্বের প্রথম পরমাণু বোমা তৈরি
করেছিলেন) হাতে গঠিত বুলেটিন হলো সেই সংস্থা যারা দীর্ঘদিন
ধরে বিশ্বের পরমাণিক অস্ত্রের
সংখ্যা, এদের ধরন ও ইতিহাস নথিভুক্ত করে আসছে।
উল্লেখ্য, গতকাল ৯ মার্চ পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে
ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের প্রতিরক্ষা
সূত্র জানায়, শাহিন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২,৭৫০ কিলোমিটার। এর আগে গত বছর পাকিস্তান শাহিন-১ ও শাহিন-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
ভারতের চেয়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র বেশি!
অনলাইন ডেস্ক
ভারতের
চেয়ে বেশি পরমাণু অস্ত্র মজুদ করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দেশটির হাতে
রয়েছে ১২০টি পারমাণবিক অস্ত্র। অার ভারতের রয়েছে এর চেয়ে ১০টি কম অর্থাৎ
১১০টি। খবর ইন্ডিয়া টুডে'র
২০১৪ সালের নিরিখে তৈরি এক রিপোর্টে এ তথ্য তুলে ধরেছে
বিশ্বের পারমাণবিক অস্ত্রসম্ভার সংক্রান্ত ইন্টারেক্টিভ ইনফোগ্রাফিক্স;
বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্টস এই ইনফোগ্রাফিক্সের তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, আশির দশকের শেষ দিকে বিশ্বে ৬৫ হাজারের বেশি এই
মারণাস্ত্র ছিল। কিন্তু বর্তমানে তা অনেকটাই কমে দাঁড়িয়েছে ১০ হাজারের
কাছে। তবে অস্ত্রের সংখ্যা কমলেও অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়ে গেছে।
ইনফোগ্রাফিক্স অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া— দু'দেশের কাছেই প্রায় ৫ হাজারের মতো পরমাণু অস্ত্র রয়েছে। ফ্রান্সের কাছে রয়েছে ৩০০, চীনের কাছে ২৫০, ব্রিটেনের হাতে ২২৫ ও ইসরায়েলের হাতে ৮০টির মতো পরমাণু অস্ত্র মজুদ রয়েছে।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর পরমাণু বিজ্ঞানীদের (যারা 'ম্যানহাটন প্রজেক্ট' নামে বিশ্বের প্রথম পরমাণু বোমা তৈরি করেছিলেন) হাতে গঠিত বুলেটিন হলো সেই সংস্থা যারা দীর্ঘদিন ধরে বিশ্বের পরমাণিক অস্ত্রের সংখ্যা, এদের ধরন ও ইতিহাস নথিভুক্ত করে আসছে।
উল্লেখ্য, গতকাল ৯ মার্চ পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের প্রতিরক্ষা সূত্র জানায়, শাহিন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২,৭৫০ কিলোমিটার। এর আগে গত বছর পাকিস্তান শাহিন-১ ও শাহিন-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
- See more at: http://www.bd-pratidin.com/international/2015/03/10/67758#sthash.pDfq6EWW.dpufইনফোগ্রাফিক্স অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া— দু'দেশের কাছেই প্রায় ৫ হাজারের মতো পরমাণু অস্ত্র রয়েছে। ফ্রান্সের কাছে রয়েছে ৩০০, চীনের কাছে ২৫০, ব্রিটেনের হাতে ২২৫ ও ইসরায়েলের হাতে ৮০টির মতো পরমাণু অস্ত্র মজুদ রয়েছে।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর পরমাণু বিজ্ঞানীদের (যারা 'ম্যানহাটন প্রজেক্ট' নামে বিশ্বের প্রথম পরমাণু বোমা তৈরি করেছিলেন) হাতে গঠিত বুলেটিন হলো সেই সংস্থা যারা দীর্ঘদিন ধরে বিশ্বের পরমাণিক অস্ত্রের সংখ্যা, এদের ধরন ও ইতিহাস নথিভুক্ত করে আসছে।
উল্লেখ্য, গতকাল ৯ মার্চ পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের প্রতিরক্ষা সূত্র জানায়, শাহিন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২,৭৫০ কিলোমিটার। এর আগে গত বছর পাকিস্তান শাহিন-১ ও শাহিন-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।