Science and Technology - বিডিস্টল ডট কমের পাঁচ বছর পূর্তি










দেশি উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমে নির্মিত দেশের প্রথম অনলাইন স্টল বিডিস্টল ডট কম পাঁচ বছর পার করলো। দেশের মানুষের জীবনযাত্রাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
বিডিস্টলের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে থাকে। তবে এখানে কেবল নতুন পণ্য পাওয়া যায়। বিডি স্টলে পাওয়া যায় বিভিন্ন পণ্যসামগ্রী যেমন কম্পিউটার, টেলিভিশন, মোবাইল, ক্যামেরা, প্রিন্টার, এসি, আইপিএস, কপিয়ার, প্রজেক্টর, বাইক, ফার্নিচার, বিমানের টিকেট, ট্যুর প্যাকেজসহ ফ্ল্যাট এবং বিভিন্ন সার্ভিসসমূহ।
বিভিন্ন কোম্পানির পণ্য থাকায় গ্রাহকরা দামের দিক থেকে তুলনা করে সবচাইতে কম দামে পণ্য কিনতে সক্ষম হন। ঘরে বসে কাঙ্ক্ষিত জিনিসটি কম দামে কিনতে ঘুরে আসতে পারেন http://www.bdstall.com/  
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts