National news - ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনতে সঞ্চালন লাইন করছে পিজিসিবি

ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনতে সঞ্চালন লাইন করছে পিজিসিবি
ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য সঞ্চালন লাইন নির্মাণ করতে যাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। কুমিল্লা (দক্ষিণ) সাবস্টেশন থেকে কুমিল্লা (উত্তর) সাবস্টেশন পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার ১৩২  কেভি ডাবল সার্কিট লাইন নির্মাণ করা হবে। 
সঞ্চালন লাইন নির্মাণে গত রবিবার পিজিসিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পিজিসিবি। ভারতের পালাটানা কেন্দ্র থেকে উৎপাদিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করতে পিজিসিবি ‘ত্রিপুরা (ভারত) কুমিল্লা দক্ষিণ (বাংলাদেশ) গ্রিড ইন্টারকানেকশন প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। আগামী ১০ মাসের মধ্যে এর কাজ শেষ হবে। 
উল্লেখ্য, বর্তমানে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। শিগগিরই আরো ৬০০ মেগাওয়াট আমদানি করা হবে। এর মধ্যে ত্রিপুরা থেকে আসবে ১০০ মেগাওয়াট। 
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। ওই চুক্তির আলোকেই এ বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts