আর্জেন্টিনার উত্তরপশ্চিমাঞ্চলীয় লা রোজা প্রদেশে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে আট ফরাসি নাগরিক ও দুই আর্জেন্টাইন
পাইলট ছিলেন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে, নিহতদের
মধ্যে ফ্রান্সের দুজন অলিম্পিক অ্যাথলেট কামিলি মুফাত (সাতারু) ও আলেক্সিস
ভাসটাইন (মুষ্টিযোদ্ধা) রয়েছেন।
দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়। যে পার্বত্য এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার আবহাওয়া ভালো ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।