পর্ণ আসক্তির মাত্রা দিনে দিনে বেড়ে চলেছে
ভারতে। আর ইন্টারনেটে পর্ণগ্রাফি
খোঁজার ক্ষেত্রে
পাকিস্তান এগিয়ে থাকলে র্যাংকিংয়ে ভারতের নামটিও প্রথমদিকের পাঁচটি দেশের মধ্যে থাকছে। এতে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ যা ভাবিয়ে তুলেছে মোদি সরকারকে। এ কারণে
দেশটিতে শিগগিরই পর্ণ সাইট নিষিদ্ধ
করার উদ্যোগ নেওয়া
হচ্ছে।
এরইমধ্যে পর্ণ
সাইটগুলির তালিকা তৈরি কাজ শুরু করে
দিয়েছে নরেন্দ্র
মোদি নেতৃত্বাধীন সরকার৷ তালিকা তৈরির পর পর্ণ সাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হবে৷ হয়তো বন্ধ করে দেওয়া হবে
সবকটি পর্ণ সাইট৷
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার
মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'অন্যান্য দেশে পর্ণগ্রাফি বেআইনি নয়৷ তবে ভারতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থি।'
এদিকে, পর্ণ
সাইটে তালা ঝোলানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের
দ্বারস্থ হয়েছেন কমলেশ ভাসবাণী নামে এক আইনজীবী৷ এই সাইটগুলির জন্যই
দেশে ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে বলে যুক্তি তার৷ কেন্দ্রের এই প্রস্তাবে
সহমত সঙ্ঘ পরিবারও৷ পর্ণগ্রাফি সাইট দেশের মূল্যবোধে আঘাত করে বলেই
মনে করছেন তারা৷
পর্ণ সাইটে তালা ঝোলাচ্ছে ভারত
অনলাইন ডেস্ক:
পর্ণ
আসক্তির মাত্রা দিনে দিনে বেড়ে চলেছে ভারতে। আর ইন্টারনেটে পর্ণগ্রাফি
খোঁজার ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে থাকলে র্যাংকিংয়ে ভারতের নামটিও
প্রথমদিকের পাঁচটি দেশের মধ্যে থাকছে। এতে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ যা
ভাবিয়ে তুলেছে মোদি সরকারকে। এ কারণে দেশটিতে শিগগিরই পর্ণ সাইট নিষিদ্ধ
করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এরইমধ্যে পর্ণ সাইটগুলির তালিকা তৈরি কাজ শুরু করে
দিয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার৷ তালিকা তৈরির পর পর্ণ সাইটগুলো
বন্ধ করে দেওয়ার জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ
দেওয়া হবে৷ হয়তো বন্ধ করে দেওয়া হবে সবকটি পর্ণ সাইট৷
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'অন্যান্য দেশে পর্ণগ্রাফি বেআইনি নয়৷ তবে ভারতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থি।'
এদিকে, পর্ণ সাইটে তালা ঝোলানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কমলেশ ভাসবাণী নামে এক আইনজীবী৷ এই সাইটগুলির জন্যই দেশে ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে বলে যুক্তি তার৷ কেন্দ্রের এই প্রস্তাবে সহমত সঙ্ঘ পরিবারও৷ পর্ণগ্রাফি সাইট দেশের মূল্যবোধে আঘাত করে বলেই মনে করছেন তারা৷- ওয়েবসাইট।
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/03/08/67295#sthash.3ijcVzTM.dpufসম্প্রতি ভারতের কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'অন্যান্য দেশে পর্ণগ্রাফি বেআইনি নয়৷ তবে ভারতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থি।'
এদিকে, পর্ণ সাইটে তালা ঝোলানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কমলেশ ভাসবাণী নামে এক আইনজীবী৷ এই সাইটগুলির জন্যই দেশে ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে বলে যুক্তি তার৷ কেন্দ্রের এই প্রস্তাবে সহমত সঙ্ঘ পরিবারও৷ পর্ণগ্রাফি সাইট দেশের মূল্যবোধে আঘাত করে বলেই মনে করছেন তারা৷- ওয়েবসাইট।
পর্ণ সাইটে তালা ঝোলাচ্ছে ভারত