জাতিসংঘ
মহাসচিব বান কি মুন জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের ইরাকের ঐতিহাসিক স্থাপনা
গুঁড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত এবং তা বন্ধে এগিয়ে আসতে
বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার
এক বিবৃতিতে তার মুখপাত্র বলেন, এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে
এবং সাংস্কৃতিক সম্পদে অবৈধ প্রবেশ ঠেকাতে দ্রুত এগিয়ে আসতে বিশ্ববাসীর
প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।
তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে আমাদের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস যুদ্ধাপরাধের সামিল।
তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
আইএস
জঙ্গিরা সম্প্রতি ইরাকের প্রাচীন এশিরীয় নগরী নিমরুদ গুঁড়িয়ে দিয়েছে।
এছাড়া তারা মসুল জাদুঘরের নানা শিল্পবস্তু এবং সর্বশেষ দুহাজার দুশো বছরের
পুরনো হার্তা নগরী ধ্বংস করেছে।