World news - আইএস’র তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০

আইএস’র তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০
 
সিরিয়ার তুরস্ক সীমান্তের কাছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত একটি তেল শোধনাগারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন।
 
রবিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। অবজারভেটরি’র পরিচালক রামি আব্দুল রহমান জানিয়েছেন, নিহতরা শোধনাগার কর্মী ও আইএস’র জঙ্গি।
 
শোধনাগারটি তুর্কি সীমান্তবর্তী সিরীয় শহর তেল আবিয়াদ এর উত্তরপূর্ব দিকে অবস্থিত বলে জানিয়েছেন তিনি। এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর এক মুখপাত্র হামলার কথা স্বীকার করেন। তবে হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়ে থাকলে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
 
আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নিয়ে সেখানে ইসলামি খিলাফত ঘোষণা করেছে। গোষ্ঠীটির দখলে থাকা সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল খনিজ তেল সমৃদ্ধ এলাকা। জঙ্গিগোষ্ঠীটির তৎপরতায় অর্থনৈতিক সহায়তা এসব তেলক্ষেত্র থেকেই যোগানো হয়।
 
নভেম্বরে এক হিসাব থেকে জাতিসংঘ জানিয়েছে, তেল বিক্রি থেকে আইএস দৈনিক ৮ লাখ ৪৬ হাজার থেকে ১৬ লাখ ডলার আয় করে থাকে।
 
তবে পেন্টাগন জানিয়েছে, খনিজ তেল আইএস’র আয়ের প্রধান উৎস আর নেই। বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় তেলের কালোবাজারে যেমন এর প্রভাব পড়েছে তেমনি জোট বাহিনীর বিমান হামলাও আইএস’র তেলের উৎপাদন ব্যাহত করতে ভূমিকা রেখেছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts