Science and Technology news - সেলফি তোলার কৌশল


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তার কারণে মানুষকে প্রায় সেলফি তুলতে দেখা যায়। কিন্তু সব সময় সব সেলফি ভালো হয় না। কারণ ভালো সেলফি তুলতে আপনাকে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করা প্রয়োজন। এজন্য আজ আপনাদের জন্য তেমনই কিছু টেকনিক তুলে ধরা হলো।
মেকআপের ব্যাপারে সাবধান থাকুন: সেলফি খুব কাছাকাছি থেকে তোলা হয় সেইজন্য মেক আপের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এমনভাবে মেক আপ করতে হবে, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই। অতিরিক্ত মেক আপে আপনি কোনো দিন ভালো সেলফি তুলতে পারবেন না। তাই মেকআপ করার সময় সতর্ক থাকতে হবে।
ব্যাকগ্রাউন্ডে নজর দিন: অনেক সময় সেলফিতে আপনাকে সুন্দর দেখালেও ব্যাকগ্রাউন্ডটির কারণে পুরো সেলফিটিই নষ্ট হয়ে যায়। তাই সেলফি তোলার আগে ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক আছে কি না, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
নিজেকে স্লিম দেখানোর কৌশল খাটান: আপনি যদি মোটা হন, তাহলে কিন্তু কখনই ভালো সেলফি উঠবে না। সেক্ষেত্রে সেলফিতে নিজেকে রোগা দেখানোর জন্য একটু উপর (মাথার উপর দিকে মোবাইল রেখে) থেকে ছবি তুলতে পারেন। ছবি উঠলে দেখবেন, আপনাকে অনেক বেশি রোগা দেখাচ্ছে।
আলোর ব্যবস্থা করুন: মুখের উপর আলো না পড়লে একেবারেই সুন্দর দেখাবে না সেলফি। সকালের আলো অথবা বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তের সূর্যালোক বা কনে দেখা আলোসেলফি তোলার জন্য একেবারে আদর্শ।
মানানসই মুখভঙ্গি: সেলফি তোলার সময় আগে দেখে নিন, মুখের ঠিক কোন ভাবে আপনাকে বেশি মানায়। তবে সেলফি তোলার সময় চুপচাপ না থেকে, একটু অন্য রকম করা, যেমন সারপ্রাইজ হওয়ার ভঙ্গি, কিংবা একটু জিভ বের করে মজা করা, এগুলি আপনি করতেই পারেন।
সেলফি তোলার কৌশল
অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তার কারণে মানুষকে প্রায় সেলফি তুলতে দেখা যায়। কিন্তু সব সময় সব সেলফি ভালো হয় না। কারণ ভালো সেলফি তুলতে আপনাকে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করা প্রয়োজন। এজন্য আজ আপনাদের জন্য তেমনই কিছু টেকনিক তুলে ধরা হলো।
মেকআপের ব্যাপারে সাবধান থাকুন: সেলফি খুব কাছাকাছি থেকে তোলা হয় সেইজন্য মেক আপের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এমনভাবে মেক আপ করতে হবে, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই। অতিরিক্ত মেক আপে আপনি কোনো দিন ভালো সেলফি তুলতে পারবেন না। তাই মেকআপ করার সময় সতর্ক থাকতে হবে।
ব্যাকগ্রাউন্ডে নজর দিন: অনেক সময় সেলফিতে আপনাকে সুন্দর দেখালেও ব্যাকগ্রাউন্ডটির কারণে পুরো সেলফিটিই নষ্ট হয়ে যায়। তাই সেলফি তোলার আগে ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক আছে কি না, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
নিজেকে স্লিম দেখানোর কৌশল খাটান: আপনি যদি মোটা হন, তাহলে কিন্তু কখনই ভালো সেলফি উঠবে না। সেক্ষেত্রে সেলফিতে নিজেকে রোগা দেখানোর জন্য একটু উপর (মাথার উপর দিকে মোবাইল রেখে) থেকে ছবি তুলতে পারেন। ছবি উঠলে দেখবেন, আপনাকে অনেক বেশি রোগা দেখাচ্ছে।
আলোর ব্যবস্থা করুন: মুখের উপর আলো না পড়লে একেবারেই সুন্দর দেখাবে না সেলফি। সকালের আলো অথবা বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তের সূর্যালোক বা ‘কনে দেখা আলো’ সেলফি তোলার জন্য একেবারে আদর্শ।
মানানসই মুখভঙ্গি: সেলফি তোলার সময় আগে দেখে নিন, মুখের ঠিক কোন ভাবে আপনাকে বেশি মানায়। তবে সেলফি তোলার সময় চুপচাপ না থেকে, একটু অন্য রকম করা, যেমন সারপ্রাইজ হওয়ার ভঙ্গি, কিংবা একটু জিভ বের করে মজা করা, এগুলি আপনি করতেই পারেন।
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/03/10/67705#sthash.bl7f7rWc.dpuf
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2015/03/10/67705#sthash.bl7f7rWc.dpuf
- See more at: http://www.bd-pratidin.com/international/2015/03/10/67714#sthash.DdlbFdLh.dpuf
ভেনেজুয়েলা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি
অনলাইন ডেস্ক :
জাতীয় নিরাপত্তার জন্য ভেনেজুয়েলা হুমকিস্বরূপ। এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সোমবার থেকে তেল সমৃদ্ধ দেশটির সাত কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করা হয়েছে।
২০১৩ সালে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় যাওয়ার পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বাজে দ্বিপাক্ষিক কূটনৈতিক বিরোধ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। তবে ভেনেজুয়েলার এনার্জি সেক্টর কিংবা বৃহত্তর অর্থনীতি এই আদেশের আওতামুক্ত থাকবে বলে জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে মার্কিন-কিউবা সম্পর্কের মতো ওয়াশিংটন-কারাকাসের মধ্যকার সম্পর্কেও টানাপড়েন শুরু হবে।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে এই পদক্ষেপকে তার সরকার উৎখাতের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। ‘সাম্রাজ্যবাদী’ হুমকি মোকাবেলায় ডিক্রি জারির ক্ষমতা চাইবেন বলে তিনি জানিয়েছেন। এমনকি নিষেধাজ্ঞা জারি হওয়া এক কর্মকর্তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মাদুরো। আল জাজিরা।
- See more at: http://www.bd-pratidin.com/international/2015/03/10/67714#sthash.DdlbFdLh.dpuf
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts