অবশেষে
জাপানি বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা বাজারে ৪ চাকার গাড়ি আনার
পরিকল্পনা করেছে। মোটিভ-ই নামের ওই গাড়ি ২০১৯ সালের প্রথম দিকে বাজারে আসবে
বলে আশা করা হয়েছে। সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো
হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পের আওতায় ইয়ামাহা ইউরোপে
ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করবে। মূলত কোম্পানিটি জাপান ও এশিয়ার
উদীয়মান বাজার ধরতে কমদামি এই গাড়ি বানাতে চায়।
২০১৪ সালে টোকিও মোটর
শোতে গাড়িটির ডামি প্রদর্শন করা হয়। দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ডিজাইনার
গর্ডন মারে গাড়িটি ডিজাইন করেছেন। মারে বলেন, এই গাড়ি পেট্রোল এবং
বৈদ্যুৎতিক উভয় জ্বালানিতেই চলবে।
বৈদ্যুৎতিক ইঞ্জিনে ৩৩ হর্স
পাওয়ারের বৈদ্যুৎতিক মোটর থাকবে। পুরো চার্জ হতে এটি ৩ ঘণ্টা সময় নেবে।
অন্যদিকে গাড়িটির পেট্রোল ইঞ্জিনে হবে ৩ সিলিন্ডারের।