ইংল্যান্ডের
সাথে বাংলাদেশের ম্যাচে রুবেলের দুর্দান্ত বোলিং সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ
করেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। তিনি ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে
রুবেলকে উদ্দেশ্য করে লিখেছেন, 'আমি সত্যিই খুব খুশি। দারুণ দেখিয়েছো
বাবু, চালিয়ে যাও।'
হ্যাপি কিছুদিন আগেই রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন।
বাংলাদেশের
দেয়া ২৭৬ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের যখন ১২ বলে ১৬ রান দরকার তখন শেষ
ওভারে প্রথম বলেই টেল এন্ডার স্টুয়ার্ট ব্রডকে বোল্ড করেন রুবেল। দশম
উইকেটে খেলতে আসা জেমস এন্ডারসনও রুবেলের তোপে টিকতে পারেননি। সতীর্থ
ব্রডকে অনুসরণ করে তিনিও বোল্ড আউট হন। এর ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের
মত কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ।