বাংলাদেশে
ইউএন উইমেনের বিশ্বব্যাপী ক্যাম্পেইন হি ফর সি শুরু হয়েছে। সোমবার
রাজধানীর একটি হোটেলে এই ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে
৯ অগ্রগামী পুরুষ ব্যক্তিত্ব জেন্ডার সমতার পক্ষে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল এবং ইউএন
উইমেন ইন বাংলাদেশের প্রতিনিধি ক্রিসটিন হান্টার বক্তব্য রাখেন।
এই
বিশিষ্ট ব্যক্তিরা হলেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল, ইন্টার
পার্লামেন্টারিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, পেশাদার গলফার
চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান, চলচ্চিত্র প্রযোজক খালিদ মাহমুদ মিঠু,
সেন্টার ফর পলিসি ডায়ালগের অ্যাকাডেমিয়া ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, জাগো
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্ড, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান,
ইউএন রেসিডেন্ট কোওর্ডিনেটর ও ইউএনডিপি রিপ্রেজেনটিটিভ ডি. ওয়াটকিনস এবং
বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাহউদ্দীন আজিম।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, এই ক্যাম্পেইন বাংলাদেশে নারী পুরুষের সমঅধিকার অর্জনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউএন উইমেন দেখতে চায়, বর্তমান সমাজে
প্রতিষ্ঠিত এবং নের্তৃত্বস্থানীয় পুরুষরা জেন্ডার সমতা অর্জনে পদক্ষেপ
গ্রহণ করছেন। এটা দেখে অন্য পুরুষও অনুরুপ কার্যক্রমে অংশগ্রহণে উত্সাহ
পাবে।
জোহান
ফ্রাইসেল বলেন, জেন্ডার সমতা অর্জনের লক্ষে চলমান সংগ্রাম শুধুমাত্র
নারীদের বিষয় নয়। পুরুষের অঙ্গীকার ও সমর্থন ছাড়া এটি অর্জন সম্ভব নয়।
ক্রিসটিন
হান্টার বলেন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও নারীর প্রতি সংহতি প্রকাশ করে
পুরুষও জেন্ডার সমতাকে উন্নয়ন ও প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে
পারেন।
উল্লেখ্য,
হি ফর সি জেন্ডার সমতা অর্জনে ইউএন উইমেনের একটি সংহতিমূলক আন্দোলন। এই
ক্যাম্পেইনের যাত্রা শুরু হয় জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে। সূচনা করেন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন।