Science and Technology news - হুমকির মুখে উইন্ডোজ পিসির সুরক্ষা

হুমকির মুখে উইন্ডোজ পিসির সুরক্ষা
উইন্ডোজ পিসির সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে সক্ষম নতুন এক বাগের (ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম) সন্ধান পাওয়া গেছে। ‘ফ্রিক’ নামের এই বাগকে এতদিন অ্যান্ড্রয়েড ও ব্ল্যাকবেরি স্মার্টফোন এবং অ্যাপলের সাফারি ব্রাউজারের জন্য ক্ষতিকর মনে করা হলেও এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত ডেস্কটপ কম্পিউটারের জন্যও সমানভাবে ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। আর সে কারণেই এই বাগ থেকে সাবধান থাকতে সকল উইন্ডোজ পিসি ব্যবহারকারীর প্রতি সতর্কবার্তাও জারি করেছে মাইক্রোসফট। মার্কিন এই টেক জায়ান্ট জানিয়েছে, ওয়েব সার্ভার এবং ওয়েব ব্যবহারকারীর মধ্যেকার সংযোগে গোপনে নজরদারি করতে সক্ষম ফ্রিক বাগটি। ফলে বিশ্বব্যাপী কোটি কোটি উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা হুমকির মুখে রয়েছে বলে মনে করছে তারা। মাইক্রোসফট তাদের সতর্ক বার্তায় জানায়, তাদের ইন্টারনেট এক্সপ্লোরারসহ সিকিউর চ্যানেলখ্যাত নন-মাইক্রোসফট সফটওয়্যার এই বাগের আক্রমণের মুখে রয়েছে। এই বাগ থেকে মুক্তির জন্য মাইক্রোসফট সমাধান জানালেও তা প্রয়োগ করলে পিসির অন্যান্য প্রোগ্রাম চালানোতে সমস্যা হতে পারে বলেও সতর্ক করেছে। এই সপ্তাহের মধ্যেই অ্যাপলও এর সমাধান নিয়ে আসবে বলে জানিয়েছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অবশ্য এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি গুগলের পক্ষ থেকে। এদিকে ফ্রিকঅ্যাটাক নামের একটি দলের সংকলিত তথ্য থেকে দেখা যায়, ওয়েবে শীর্ষ দশ লাখ ওয়েবসাইটের ৯.৫ শতাংশকে এর মধ্যেই আক্রান্ত করেছে ফ্রিক। কোনো পিসি ফ্রিকে আক্রান্ত কোনো উপকরণ ব্যবহার করছে কি না, তা যাচাই করার জন্য https://freakattack.com/ সাইটে তারা একটি টুলও প্রকাশ করেছে তারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের http://goo.gl/Jwyr1S ঠিকানার পেজে পাওয়া যাবে ফ্রিক সমস্যার সমাধান।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts