বিশ্বকাপে নিজেদের
প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শতরান করেছেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ভারতের শোবিজ তারকারাও তাই এখন
কোহলি স্তবে মেতে রয়েছেন। এবার সেই
তালিকায় যোগ দিলেন
বলিউড অভিনেত্রী এবং কোহলির প্রেমিকা আনুশকা শর্মা।
কোহলির শতরানে
অত্যন্ত আনন্দিত আনুশকা বলেন, ‘আমি অনেক অনেক খুশি। বিরাট সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। আমি মনে
করি, এটা বিশ্বকাপে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। এমনকি
আমাদের দেশে যে মানুষটা ক্রিকেট দেখে
না সেও তাকিয়ে থাকে
এই ম্যাচের দিকে। এই ম্যাচে পুরো দলই দুর্দান্ত খেলেছে। আর কোহলি যেভাবে খেলেছে তাতে আমরা গর্বিত। আমার প্রার্থনা করি সে যেন পুরো বিশ্বকাপে এভাবেই ব্যাট করে যায়।’
তবে কোহলির
বিশ্বকাপ খেলার জন্যই এবারের ভালোবাসা দিবসে এই তারকা যুগলকে আলাদা
কাটাতে হয়েছে। এ
নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই আনুশকার। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী
বলেন, ‘এটা কোনো বিষয় নয়। সে দেশের জন্যই এখন বিশ্বকাপে খেলছে। আর আমিও বাচ্চা মেয়ে
নই যে এটা বুঝতে পারবো না।’