Media news - মায়ের মৃত্যুর পরই অভিনয় ছাড়েন জোলি

মায়ের মৃত্যুর পরই অভিনয় ছাড়েন জোলি
হলিউড নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় ছেড়েছেন অনেক আগেই আর কারণটা তার মায়ের জন্যই। এর আগে কারণ হিসেবে সুস্পষ্ট কোনও কথা এতদিন বলেননি। অবশেষে তিনি বিষয়টি নিয়ে মুখ খুললেন। ফ্রান্সের এক ম্যাগাজিনকে তিনি জানান, তার মা মার্চিলাইন বারট্রেন্ড ২০০৭ সালে জরায়ুর ক্যান্সারে মারা যান। আর তখন থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন তিনি।
জোলি আরও জানান, মায়ের ইচ্ছা আর সন্তুষ্টি তার অভিনয়ের সঙ্গে জড়িত ছিল। তাই তার মায়ের মৃত্যুর পর তিনি আগ্রহ হারিয়ে ফেলন, আর বড় পর্দায় মধ্যমণি হয়ে থাকতে চাননি। তবে অভিনয়ে না থাকলেও ছবির পরিচালনাসহ বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে জড়িত রয়েছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts