Media news - টুইটারে সানির ‘দেশিলুক’ ঝড়

টুইটারে সানির ‘দেশিলুক’ ঝড়

সানি লিওনের পরবর্তী ছবি এক পহেলি লীলানিয়ে এর মধ্যেই উত্তেজনা চরমে। এবার নতুন গান 'দেশি লুক'-এর ফার্স্ট লুক নিজেই টুইটারে পোস্ট করলেন সানি। দেশি লুক গেয়েছেন কনিকা কপুর।
গোলাপি বিকিনি, শর্টস ও সোনালি সুইমওয়্যারে সানির দেশি লুক এরই মধ্যে টুইটারে তিন লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। থ্রিলার ছবি এক পহেলি লীলাতে সানিকে আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও রহস্যময়ী অতীতের রাজকন্যার তিন রকম চরিত্রে দেখা যাবে।
ববি খান পরিচালিত ছবিতে রয়েছেন টেলিভিশন অভিনেতা জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে এক পহেলি লীলা
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts