সময় যতই যাচ্ছে সালমান খানের বিরুদ্ধে হিট
অ্যান্ড রান মামলা ততই জটিল হচ্ছে।
সম্প্রতি স্থানীয়
পরিবহন অফিসের এক রিপোর্টে জানা গেছে,
ঘটনার সময়
সালমানের কোনো ড্রাইভিং লাইসেন্সই ছিল না। খবর:
জি-নিউজের।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সালমান খানের বৈধ লাইসেন্স ছিল কিনা তা জানতে স্থানীয় পরিবহন দফতরের এক কর্মকর্তাকে আদালতে তলব করা হয়। তিনিই বিচারক ডি ডব্লিই দেশপান্ডেকে জানান, সালমান খান বৈধ ড্রাইভিং লাইসেন্স
পেয়েছেন ২০০৪
সালে। আর হিট অ্যান্ড রানের ঘটনা ঘটেছিল তারও দুই বছর আগে ২০০২ সালে।
২০০২
সালের ২৮
সেপ্টেম্বর রাতে বান্দ্রায় শহরতলির এক ফুটপাথে সজোরে ধাক্কা মারে সালমানের গাড়ি। এতে ফুটপাথে ঘুমন্ত এক
ব্যক্তি মারা যান, আহত হন আরো চারজন।