ইউক্রেনে রুশপন্থী
সরকারকে উত্খাতের দিনটিকে পালন করবে রাশিয়া। ইউক্রেনে ক্ষমতা বদলের একবছর পূর্তি উপলক্ষে মস্কোতে সমাবেশ ও মিছিল করবে সরকার সমর্থক গোষ্ঠী। হাজার হাজার মানুষ মিছিলে
অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
খবর বিবিসির।
গত বছর বিক্ষোভের
মুখে পতন ঘটে ইউক্রেনের রুশপন্থী
প্রেসিডেন্ট ভিকটর
ইয়নুকোভিচের। এরপর রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয় এবং বিদ্রোহীদের সাহায্য করা শুরু করে।
মস্কোর সমাবেশে রাশিয়ার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে
জড়ো হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার
সরকারি
গণমাধ্যমগুলোতে মিছিলে অংশ নেয়ার জন্য জনগণকে বিপুলভাবে উত্সাহিত করা হচ্ছে। বলা হচ্ছে যারা দেশপ্রেমিক
তারা যেন মস্কোর সমাবেশে অংশ নেয়।
মিছিলের স্লোগান
ঠিক করা হয়েছে ‘আমরা ক্ষমা করব না’।