Science and Technilogy news - সৌর জগতকে অ্যালিয়ান তারা’র অতিক্রম

সৌর জগতকে অ্যালিয়ান তারা’র অতিক্রম
আমাদের সৌর জগতের মধ্য দিয়ে ৭০ হাজার বছর আগে একটি অ্যালিয়ান (ভিন গ্রহের) তারা অতিক্রম করেছে। জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য আবিষ্কার করেছেন। খবর বিবিসির।
আমাদের পৃথিবীর নিকটবর্তী এসেছে এমন অন্যকোন তারার খবর অজানা।
একটি আন্তর্জাতিক গবেষণা দল বলেন, আমাদের বর্তমান কাছের প্রতিবেশী - প্রোক্সিমা সেনট্যাউরির চেয়ে অ্যালিয়ান তারাটি পাঁচ গুণ কাছে এসেছিল।
স্কোলজ তারা একা ছিল না। দৃশ্যত একটি বাদামি বামন হিসেবে পরিচিত তারার সঙ্গে এটি একত্রে ছিল। এগুলো অপরিহার্যভাবে ব্যর্থ তারা যেগুলোর মধ্যবর্তী জায়গায় একীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় ভরের অভাব রয়েছে।
ডিম স্টারস ট্র্যাজেটোরির গবেষণা বলা হয়েছে, ৭০ বছর আগে এই ব্রহ্মাণ্ডে  গোপনে প্রবেশকারী তারাটি সূর্যকে ০ দশমিক ৮ আলোকবর্ষের মধ্যে অতিক্রম করে। তুলনামূলকভাবে প্রোক্সিমা সেনট্যাউরি চার দশমিক দুই আলোকবর্ষ দূরে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts