সাতক্ষীরায় নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত




সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামের খোলপেটুয়া নদীর দুইশফুট বেড়িবাঁধ ভেঙে দুটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে জোয়ারে এ বাঁধ ভেঙে ওই গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদীর পানিতে ভেসে গেছে মৎস্যঘের, বাড়ি-ঘর ও পশু-পাখি। শত শত এলাকাবাসী সেখানে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ করছেন।এলাকাবাসীর ধারণা শনিবার দুপুরের মধ্যে যদি এ বাঁধ নির্মাণ করা না যায় তাহলে আনুলিয়া ইউনিয়নসহ আশেপাশের আরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, শুক্রবার গভীর রাতে তার ইউনিয়নের বিছট গ্রামের খোলপেটুয়া নদীর দুইশফুট বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে সেখানে ৪/৫শএলাকাবাসীর নিয়ে স্বেচ্ছাশ্রমে বাধ নির্মাণের কাজ করছেন।তিনি জানান, দুপুরের মধ্যে যদি এই বেড়িবাঁধ সংস্কার করা না যায় তাহলে আনুলিয়া, বড়দল, খাজরাসহ আশেপাশের আরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হবে। আর সেই সঙ্গে ভেসে যাবে হাজার হাজার বিঘার মৎস্যঘের, ধান খেতসহ জনবসতি এলাকা। তিনি আরও জানান, এখনও পর্যন্ত সরকারিভাবে ভাঙন কবলিত এলাকা কেউই পরিদর্শন করেননি। পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর সেকশন অফিসার (এস ও) আব্দুল মতিন জানান, বেড়িবাঁধ ভাঙার খবর শুনেছি। খুলনা জেলার কয়রায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বিছট ভাঙন কবলিত এলাকায় যাবেন বলে জানান তিনি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts