খেলা পরিত্যক্ত, পয়েন্ট টেবিলে ৩ নম্বরে বাংলাদেশ

খেলা পরিত্যক্ত, পয়েন্ট টেবিলে ৩ নম্বরে বাংলাদেশ
বৃষ্টির কারণে কোন বল মাঠে গড়াতে না পারায় শেষ পর্যন্ত খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। এর ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় পুল এ’র পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে মাশরাফি বাহিনী। এই পয়েন্টের সুবাদে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন আরো উজ্জ্বল হলো।

তিন খেলায় তিন জয় নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বকাপের সহ আয়োজক নিউজিল্যান্ড। অপর আয়োজক অস্ট্রেলিয়া দুই খেলায় এক জয় ও এক ড্র’য়ে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়ার মতো সম সংখ্যক খেলায় সমান পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলাটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়নি। আশা ছিলো বৃষ্টি কমে গেলে ওভার কমিয়ে দিয়ে হলেও ম্যাচটি অনুষ্ঠিত হবে। কারণ আইসিসি কোন খেলার জন্যই অতিরিক্ত দিন রাখেনি। অন্তত ২০ ওভার করেও খেলা হলে ফলাফল নির্ধারণ করা সম্ভব ছিলো। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও অঝোরে বৃষ্টি ঝরছিলো। মাঝে একবার বৃষ্টি কমে গেলে আশার সঞ্চার হয়েছিলো উভয় দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। চার বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যকার খেলাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলো বিশ্ব। কিন্তু এই অপেক্ষার পালা আরো দীর্ঘ করতেই দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হলো মুষলধারে। অবশেষে বিকাল ৪.৪২ মিনিটে ম্যাচ রেফারি খেলা পরিত্যাক্ত করার ঘোষণা দেন।

ঘুর্ণিঝড় ‘মার্সিয়া’র প্রভাবে বুধবার থেকে ব্রিসবেনে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে বেশ কয়েকদিন ধরেই সংশয় দেখা দিয়েছিলো বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে। সকাল থেকেই বাংলাদেশের দর্শকরা টিভি সেটের সামনে অপেক্ষা করেছেন কখন শুরু হবে খেলা। বৃষ্টি উপেক্ষা করে মাঠেও আসতে শুরু করে বাংলাদেশের সমর্থকরা। মাঝে বৃষ্টি কিছু সময়ের জন্য থেমে গেলে মাঠ পরিচর্যায় নিয়োজিত কিউরেটররা খেলার জন্য মাঠ তৈরির কাজও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটপ্রেমীরা পরাজিত হলো প্রকৃতির কাছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts